ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি মাস্টারকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। আহত স্কুল শিক্ষক আব্দুল গনি বর্তমানে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত শিক্ষক জানায়, গত মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলো। পথে তার গতিরোধ করে ওই গ্রামের মনিরুদ্দিনের ছেলে সোহাগ হোসেন ও প্রান্তসহ আরও কয়েকজন তাকে লাঠি, লোহার রড দিয়ে বেধঢ়ক মারপিট করে। তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জমি নিয়ে বিরোধের জের ধরে তার উপর এই হামলা বলে জানিয়েছেন আহত স্কুল শিক্ষক আব্দুল গনি। হামলাকারীদের দ্রূত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তিনি। হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।