বুধবার ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

হরিনাকুণ্ডু পৌরসভায় শহর উন্নয়নে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

by | নভে ৮, ২০২২ | ঝিনাইদহ | ০ comments

হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন

ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভায় শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা চত্বরে পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা,থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ, পৌরসভার সচিব রাশেদ আলী খান,পৌর প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান, সমাজসেবা পৌর ফিল্ড অফিসার জুয়েল আহামেদ। এছাড়াও শহর উন্নয়নে পৌর কাউন্সিলর রেজাউল করিমের সঞ্চালনায় বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন,পৌর কাউন্সিলর নাসির উদ্দীন, আবু আসাদ রুনু,বাবুল আক্তার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর নারগিস পারভীন এবং উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাফেদুল হক সুমন।

এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আব্দুল রাজ্জাক, সাইফুল ইসলাম, সংরক্ষণ মহিলা কাউন্সিলর ছায়েরা বেগম, শারমিন আক্তার সম্পাসহ শিক্ষক, ব্যবসাহী, রাজনৈতিক নৃত্রিবৃন্দ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ প্রমুখ।

উল্লেখ্য লোকার গর্ভনমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের কোভিড রেসপন্স গ্রান্ট (সিআরজি) এর আওতায় গৃহীত কার্যক্রম বাস্তবায়নে তিন বছর মেয়াদি ছয় মাস অন্তর ছয় কিস্তিতে (২৬৮৬৯৮৯৫.০০) দুই কোটি ছিয়াশি লক্ষ উনসত্তর হাজার আটশো পঁচানব্বই টাকা শহর উন্নয়নে ব্যয় করা হবে।

শেয়ার করতে ক্লিক করুন

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *