ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে তোলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার তোলা (নিজতলা) লায়ন্স ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিনাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ কালাম উদ্দিন, হরিনাকুন্ডু উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মিঞা, গোল্ডেন এগ্রোভেট লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর ও ঝিনাইদহ জেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদ হাসান, তোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হাসান, ৭ন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জেনারেল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ। অনূষ্ঠানটির সভাপতিত্ব করেন সাগর ইন্টারন্যাশনালের প্রোপাইটর মোঃ আব্দুস সাত্তার এবং সঞ্চালনা করেন, আবূল কাশেম লাভলু।
ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় হরিনাকুন্ডু ক্রিড়া কল্যাণ একাডেমী একাদশ বনাম চলন্তিকা যুব সংঘ একাদশ শিতলী। ৯০ মিনিট সময় সীমার এ খেলায় হাফ টাইমের আগে হরিনাকুন্ডু ক্রিড়া কল্যাণ একাডেমী ১ গোলে এগিয়ে থাকে পরের হাফ টাইমের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে চলন্তিকা যুব সংঘ ১ গোল দিয়ে সমান স্থানে পৌঁছলে, ৩/২ গোলে টাইব্রেকারে মাধ্যমে হরিনাকুন্ডু ক্রিড়া কল্যাণ একাডেমী জয় লাভ করেন।