হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে-
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে সন্ত্রাসীদের গুলিতে শামিম(৪৫) নামে একজন নিহত হয়েছে। নিহত শামিম হরিণাকুণ্ডুর শুড়া গ্রামের মৃত নান্টু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। সে স্বেচ্ছাসেবক লীগের সাবেক পৌর সহসভাপতি ও সাবেক সেনা সদস্য ছিলেন বলে জানান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি রাফেদুল হক সুমন।
স্থানীয়দের ভাষ্যমতে রাতে বাড়ীর পাশে চটপাতা খাটলার নিকট গিয়েছিলো শামীম। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার কাধে লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।