হরিনাকুন্ডুতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হরিনাকুণ্ডু(ঝিনাইদহ) থেকে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পল্লীতে কুমার নদীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর।শনিবার (৮অক্টোবর) দুপুরে উপজেলার রঘুনাথপূর ইউনিয়নের নিত্যনন্দপূর এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু দুটি হলো, নিত্যনন্দপূর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে আরিফা খাতুন (০৪) ও বাশুদেবপুর গ্রামের উজ্জল হোসেনের মেয়ে ইয়াসমিন আক্তার (০৫)। এরা দুইজন একে অপরের মামাতো ফুপাতো বোন। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে নিত্যনন্দপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মৃতের স্বজন ও এলাকাবাসী সুত্র জানায়, নিত্যনন্দপূর গ্রামে ছোটমামা আশরাফুল ইসলামের বিয়েতে বেড়াতে এসে ইয়াসমিন আক্তার তার মামাতো বোন আরিফাকে নিয়ে মামাবাড়ীর পার্শবর্তী কুমার নদীর ধারে খেলতে যায়। একসময় নদীর পাড়ের মাটি ধসে পড়লে তারা পানিতে ডুবে যায়। এতে দুই বোনেরই মৃত্যু হয়। পরে এলাকাবাসীর কয়েকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে।

প্রতিবেশী ও হরিণাকুণ্ডু থানা সুত্রে আরোও জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে বরকে গোসল করানোর কাজে সবাই ব্যস্ত থাকার ফাকে এই ঘটনা ঘটেছে। এবিষয়ে থানায় অপমৃত্যের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT