হরিনাকুন্ডুতে প্রতিপক্ষের হামলায় আহত রবিউলের অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

হরিনাকুন্ডু (ঝিনাইদহ) থেকে-

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত রবিউলের অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত রবিউল ইসলাম হরিনাকুন্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।

সুত্রে জানা গেছে, সামাজিক কোন্দলের জেরে শুক্রবার বিকালে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স মসজিদের গেটে লেদ ব্যবসায়ী রবিউলকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপান একই গ্রামের পলাশ মিয়াসহ অজ্ঞাতনামা আরও তিনজন। এতে তার মাথা ও পিঠের বিভিন্ন স্হানে মারাত্মক যখম হয়। স্হানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরিস্হিতি দ্রুত অবনতি হওয়ায় সেখান থেকেও তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। ঢাকায় যাওয়ার পথে পদ্মাসেতু এলাকায় পৌছালে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকায় তার মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর সংবাদে জোড়া পুকুরিয়া গ্রামের বিবাদমান দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত রবিউল ইসলামের অনুসারীরা পৌর ছাত্রলীগের সভাপতি পলাশ মিয়ার বাড়িতে অগুন ধরিয়ে দেয়। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। ঐ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, আমরা সতর্ক অবস্হানে আছি। কোন ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top