ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরের ব্যাপারি পাড়ায় অবস্থিত হিলফুল ফুজুল নামে একটি সামাজিক সংগঠনের সহায়তায় তুহিন নামে এক অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহ পায়রা চত্বরের সুইট সুপার হোটেলের সামনে এ হুইল চেয়ার হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির সভাপতি সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। প্রতিবন্ধী তুহিন ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন যাবত তিনি শারীরিক প্রতিবন্ধী হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। অসহায় তুহিন ব্যবসা করতে ইচ্ছুক হলে, তার ব্যবসার কাজে আর্থিক সহায়তা করারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানটি।
হিলফুল ফুজুল প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে থাকেন বলে জানিয়েছেন, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ফারহান লাবিব মাহিম। তিনি জানান, করোনাকালীণ সময়ে লগডাউনে আটকে থাকা বিভিন্ন নিম্ন আয়ের লোকদের বাসায় খাবার পৌঁছে দিয়েছেন। এছাড়াও তারা গত রমজান মাসে বিভিন্ন আইটেম দিয়ে তৈরি করা ইফতার ৫ টাকা দামে পথচারী রোজাদারদের কাছে বিক্রি করেছেন, যা খরচের তুলনায় অতি নগন্য।
সদস্যদের নিজস্ব অর্থায়নে এসব খরচ চালানো হয় বলে জানান, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ফারহান লাবিব মাহিম।