ঝিনাইদহ প্রতিনিধি-
১০ দফা দাবি বাস্তবায়নে ঝিনাইদহে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) বিকেলে জেলা শহরের উজির আলী স্কুল মাঠে এ জনসমাবেশের আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপি। ১০ দফা দাবির মধ্যে রয়েছে
উচ্চ আদালতের নির্দেশনা, অধীনস্থ আদালত, সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশ হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈদ্যুতিক লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি।
এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে হাজির হয়।
ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম.এ মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর থানা বিএনপি’র সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারন সম্পাদক আলমগীর হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০দফা বাস্তবায়নের দাবী করে, সরকারের ক্ষমতাচ্যুত করতে নেতাকর্মীদের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।