ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ র্যাব-৬ অভিযান চালিয়ে সুমন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে ফরিদপুর বোয়ালমারী এলাকার বাসিন্দা। র্যাব সুত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য ঝিনাইদহের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় র্যাবের উপস্থিত টের পেয়ে সুমন (২০) নামে এক মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাকে আটক করতে সক্ষম হয় র্যাব। পরে তার হেফাজত থেকে ১৫২ বোতল ফেনসিডিল, ০১টি মোটর সাইকেল, ০১টি মোবাইল ফোন এবং নগদ ২১ হাজার টাকা উদ্ধার পূর্বক আসামীকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।