
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ র্যাব-৬ এর অভিযানে ৪ কেজি গাঁজা সহ মতিয়ার রহমান (২৬) নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেলে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গুলশান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল। আটককৃত মতিয়ার রহমান চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার কুরুলগাছী গ্রামের মোঃ শরীফ উদ্দিনের ছেলে।
র্যাব এক ই-মেইল বার্তায় সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে দামুড়হুদা উপজেলার গুলশান পাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে সেখানে অভিযান পরিচালনা করেন। সেসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে চেষ্টা করলে মতিয়ার রহমানকে ধরতে সক্ষম হয় তারা।
র্যাব আরো জানান, সেসময় গ্রেফতারকৃত মতিয়ারের হেফাজত হতে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।