৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের ২টি উপজেলায় বেসরকারিভাবে ফলাফল ঘোষনা

সবুজ মিয়া ঝিনাইদহ-

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ঝিনাইদহের ২টি উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহন চলে। এতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার শৈলকুপা ও হরিনাকুন্ডু উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার এই ২টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো লক্ষণীয়।

শৈলকুপা উপজেলায় সর্বমোট প্রদত্ত ভোটার সংখ্যা ১৪৯৬৩৬, মোট ভোট গ্রহণ হয়েছে ১৪৬৬২৪ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল ৩০১২। এতে সর্বোচ্চ ৭৩হাজার ৬শ ৭৬ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শামীম হোসেন দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ৭১হাজার ৮শ ৮০ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জাহিদুন্নবী চশমা পতিকে ৭৫হাজার ২শ ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাকিল আহম্মেদ তালা প্রতিকে পেয়েছেন ৫০হাজার ৯শ ২ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা নাসরিন লিপি হাস প্রতিকে ৭৩হাজর ৬শ ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাফেজা খাতুন ফুটবল প্রতিকে পেয়েছেন ৫৯ হাজার ৬১ ভোট।

অপরদিকে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম টিপু মল্লিক আনারস প্রতিকে ৩৪হাজার ৩শ ৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনুর রহমান মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ২৪হাজার ৯শ ৭২ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাজেদুল ইসলাম চশমা প্রতিকে ৩৪হাজার ৯শ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাফেদুল হক সুমন টিয়া পাখি প্রতিকে পেয়েছেন ১৫হাজার ৪শ ৫৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার ফুটবল প্রতিকে ৫৭ হাজার ৯শ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুচিত্রা রানী সাধুখাঁ হাঁস প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৪শ ভোট।

অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোন বিশৃঙ্খলা চোখে পড়েনি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সর্বদা তৎপর থাকতে দেখা গেছে। এতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে তাদের ভোট প্রয়োগ করেন ভোটাররা।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top