ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে অংকুরের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে আহসান হাবীব রনক সভাপতি এবং নাজিম উদ্দিন জুলিয়াসকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাতে ঝিনাইদহের প্রান্তিক পার্ক কনভেনশন হলে একটি সাধারণ সভা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় অতিথি হিসেবে অংশ নেন অংকুরের দাতা সদস্য ও জেলা বিএনপির সভাপতি এ্যাড: এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, জয়নাল আবেদিন, মসলেম আলী, হায়দার আলী প্রমূখ।
আনন্দঘন পরিবেশে সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে ৪৭সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী অংকুরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে মো: আহসান হাবিব রনক কে সভাপতি ও মো: নাজিম উদ্দিন জুলিয়াস কে পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি জয়নাল আবেদিন, রোকেয়া পারভীন মুন্নি, জিয়াউল ইসলাম খান, রামপ্রসাদ রায়, সালিমা খাতুন, লিপিকা নন্দী, অঞ্জলী রাণী রায়, ডা: শারমীম আহমেদ, খসরুজ্জামান বাবু, নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সুরভী ইসলাম, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার পপি, লিজা ফেরদৌস, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, নাট্য সম্পাদক মীর আব্দুল মান্নান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরীয়ার পারভেজ সুমন, সহ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল জিন্নাত ফেরদৌস, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক চাঁদ আলী খান, সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম দিদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক তৌহিদা আক্তার রাত্রি, আল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক সাজ্জাদ আহমেদ (পূনরায়), সমাজ কল্যাণ সম্পাদক নিলুফার ইয়াসমিন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আফরোজা আক্তার আশা, প্রচার সম্পাদক অপূর্ব কুমার ঘোষ, সহ-প্রচার সম্পাদক লাবনী সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান অনিক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো: রাশেদ, দপ্তর সম্পাদক খানজাহান আলী, সহ-দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আবেদিন, সম্মানিত সদস্য ইন্জিনিয়ার সাব্বির আহমেদ পল্টু, শারমিন আক্তার রিমা, শাহীনা আক্তার পলি, মিলি বেগম, পরাগ বিশ্বাস সিজার, শ্রী বিপ্লব বিশ্বাস, তাহমিনা আক্তার মিনা, নজরুল ইসলাম ও নীতি বিশ্বাস।
ঝিনাইদহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নবনির্বাচিত এ কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।