সবুজ মিয়া, ঝিনাইদহ-
ঝিনাইদহের শৈলকুপায় ঈদ পরবর্তী এক পথসভার আয়োজন করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বগুড়া ইউনিয়নের শিতালী বাজারে এই পথসভভার আয়োজন করেণ বাংলাদেশের আ্যটোর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। ঈদ পরবর্তী উপজেলা বাসীর সাথে সৌজন্য সাক্ষাতের ধারাবাহিকতার অংশ হিসেবে সেখানে পথসভার আয়োজন করা হয়। এর আগে একই দিনে উপজেলার কমপক্ষে ১০টি স্থানে তিনি পথসভায় অংশগ্রহণ করেন।
এসময় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবার ফিরোজ, সাবেক ছাত্রনেতা শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বগুড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান এবং বর্তমান জেলা বিএনপির সহ-সভাপতি ও শৈলকুপা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রাকিবুল হাসান খান দিপু, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়াল এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি রশিদ খান। এছাড়াও সেখানে যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
পথ সভায় আ্যটোর্নি জেনারেল বলেন, আমি আপনাদের কাছে নিজের জনপ্রিয়তা বাড়ানো বা ভোট চাইতে আসেনি। আমি এসেছি আপনারা যাতে ভোটাধিকার ফিরে পান তার জন্য পাশে দাঁড়াতে।
তিনি বলেন, আমার থেকেও আস্থাশীল কাউকে পেলে আপনারা তাকেই ভোট দিবেন। আমি আপনাদের কাছে ভোট নয় অন্য কিছু চাইতে এসেছি তা হলো, এলাকায় মাদক নির্মূল করার প্রতিশ্রুতি পেতে। এলাকায় কোন ব্যক্তি যদি মাদক কারবারির সাথে যুক্ত থাকে তবে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আ্যটোর্নি জেনারেল বলেন, মাদক একটি ভয়ঙ্কর ব্যাধী, যা সমাজ ধ্বংসের অন্যতম কারণ।
এছাড়াও জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার এলাকার সরকারি উন্নয়নের কাজ আপনারা বুঝে নেবেন। যদি দেখেন, রাস্তা বা কোন স্থাপনার কাজে সরকারি নিয়ম বহির্ভূতভাবে করা হচ্ছে, তবে আমাদের কাছে অভিযোগ দিবেন। আমরা তাদের নামে একটা মামলা দিয়ে দিবো। যাতে তিনি যদি অন্য জেলারও হয় তবে মামলার ডেট অনুযায়ী অন্তত তার সাথে দেখা হবে।
তিনি বলেন, কোন দুর্নীতিবাজদের আমরা সরকারি কাজের সাথে সংশ্লিষ্ট দেখতে চাই না। গত ১৭ বছরে আওয়ামী সরকার দেশটাকে পিছিয়ে দিয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে। তাই সামনের নির্বাচনে যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, তবে পিছিয়ে পড়া দেশটাকে আবার টেনে তুলতে হবে। অতএব দুর্নীতিবাজরা সরকারি কাজের সাথে সংশ্লিষ্ট থাকলে তা সম্ভব হবে না।
পথসভা শেষে প্রত্যেক উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।