কুষ্টিয়ার বাঁধন ছাত্রাবাসে শৈলকুপার মেডিকেল পড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃ-ত্যু !

ঝিনাইদহ প্রতিনিধি-
কুষ্টিয়ার কালিশংকরপুর বাঁধন ছাত্রাবাসে লুবাব (২০) নামে এক মেডিকেল পড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১৭ জুন দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে এই ঘটনা ঘটে।
লুবাব ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউটের মেডিকেল ১ম বর্ষের ছাত্র লুবাব(২০) ও অনিক (১৯) নামে দুই ছাত্র কুষ্টিয়ার কালিশঙ্করপুর বাঁধন ছাত্রাবাসের একটি রুমে থাকতেন।

অনিকের ভাষ্যমতে প্রতিদিনের মতো রাত ১১ টার দিকে তারা দুইজন ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২ টার দিকে লুবাবের অস্বাভাবিক চিৎকারে অনিকের ঘুম ভেঙ্গে যায়। সেসময় অনিক লুবাবকে ডাকতে থাকে কিন্তু লুবাব কোন সাড়া দেয়না বরং অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে থাকে। এতে অনিক ভয় পেয়ে হোস্টেলে থাকা বাকিদের ডেকে তোলে। তাৎক্ষণিক তারা লুবাবের মাথায় পানি দেয়। এতেও লুবাবের স্বাভাবিক হওয়ার কোন লক্ষণ না দেখে তারা দ্রুত কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাপাতালের নিয়ে যায়।

এদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দায়িত্বরত ডাক্তার হাসপাতালের স্লিপে মৃত্যুর কারণ হিসাবে Cyanosed Body প্রকাশ করেন।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে বাঁধনের পুরা শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয়দের দেয়া তথ্যমতে ইতিপূর্বে কালিশংকরপুরের বেশ কিছু ছাত্রাবাসে কালো ছায়ার মত কিছু চলাফেরা করে বলে কথিত রয়েছে। তবে লাবিবের অস্বাভাবিক এই মৃত্যুর কারণ হিসেবে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

এ মৃত্যুর খবরে কালিশংকর পুর ছাত্রাবাস গুলোতে ছাত্রদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top