গ্রাহককে শারীরিক নির্যাতন করায় ঝিনাইদহ পৌরসভার ৬ কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

ঝিনাইদহ প্রতিনিধি- 

ঝিনাইদহ পৌরসভায় পানির বিল দিতে এসে কর্মচারীর হাতে লাঞ্ছিত হওয়ায় তদন্ত সাপেক্ষে ৬ কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এতে পৌরসভার নিয়মিত কর্মচারী বাজার আদায়কারী ইমরান নাজির, পাম্প মিস্ত্রী খালেকুজ্জামান ও রিপন মিয়া কে সাময়িক বরখাস্ত এবং একই ঘটনায় দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী মোঃ সাগর হোসেন, মোঃ সাদিউল ইসলাম ববু ও লিমন হোসেন কে চাকরি হতে অব্যহতি দেওয়া দেয়া হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা সাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশের জানানো হয়েছে যে, গত ২৬ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০ টা ১৫ মিনিটের দিকে একজন গ্রাহক পানির বিল দিতে আসলে তার সাথে বিবাদে লিপ্ত হয়ে একপর্যায়ে তাকে শারীরিক নির্যাতন করে অভিযুক্তরা। পরে বিষয়টি আমলে নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথিন্দ্রাথ রায় জানান, সেবাগ্রহীতার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হয়। তিনি আরো জানান, কেউ অপরাধ করলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top