চুয়াডাঙ্গা হতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬

ঝিনাইদহ প্রতিনিধি-

চুয়াডাঙ্গার সদর উপজেলা হতে দেশীয় তৈরী মদসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

র‌্যাব জানিয়েছেন, বুধবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার সময় র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন কানাপুকুর মোড়স্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন মসজিদ পাড়ার কানাপুকুর মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতরা হচ্ছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বাজার এলাকার মৃত মহাদেবের (ডোম) ছেলে শ্রীঃ লিটন ডোম(৩৫) এবং একই উপজেলার হাতিকাটা এলাকার মোঃ আলামিন মন্ডলের ছেলে মোঃ শরিফুল ইসলাম(১৮)। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১১টি জারিকেনে বহনকৃত ১১০ লিটার দেশীয় তৈরী মদ, ০২টি মোবাইল ও ০৪টি সিমকার্ডসহ উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর পূর্বক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব-৬।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top