ঝিনাইদহের প্রবীণ সাংবাদিক, সমাজসেবক, অধ্যক্ষ ও মানবাধিকার কর্মী টুকু’র ইন্তেকাল

ঝিনাইদহ প্রতিনিধি-
বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং ঝিনাইদহের নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু ইন্তেকাল করেছেন।

সোমবার, (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর আগে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ঝিনাইদহে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও সুশীল ব্যাক্তিরা।

আমিনুর রহমান টুকু দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তিনি ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একইসাথে দৈনিক ঝিনাইদহ পত্রিকার সম্পাদক এবং জাতীয় সংবাদ সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। ঝিনাইদহবাসী মনে করছেন, তাঁর ইন্তেকালে ঝিনাইদহ তথা জাতি হারালো একজন নিবেদিতপ্রাণ, বিচক্ষণ সাংবাদিক, একজন সমাজসেবক ও মানবাধিকার কর্মী।

আজ বাদ এশা তার নামাজের জানাজা শহরের উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছেন সাংবাদিক মহল।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top