ঝিনাইদহে অস্ত্র মামলায় ৩ জনের ২৪ বছরের কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে অস্ত্র মামলায় ৩ জনের ২৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। রোববার (৩০ এপ্রিল) ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ মো: নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলেন, কোটচাঁদপুর উপজেলার মো: রেজাউল ইসলাম পাঠান, মিলন ও মধু মল্লিক।

আদালতের পিপি এডভোকেট ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ২৭ জুন রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আসামী রেজাউল ইসলাম পাঠানের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অস্ত্র সহ অবস্থান করছে। ঐ রাতেই র‌্যাবের একটি দল রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে ১টি রিভালবার, ৪০ রাউন্ড গুলি, ৫টি দেশীয় অস্ত্র, একসেট পুলিশের পোশাক, ১টি ছোরা ও ১টি কুড়াল উদ্ধার করে। সেসময় র‌্যাব আসামীদের হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে দোষি প্রমানিত হওয়ায়, অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামীদের প্রত্যেককে ২৪ বছর করে কারাদন্ড প্রদান করেন। আসামিদের মধ্যে রেজাউল ইসলাম পাঠান পলাতক রয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top