সবুজ মিয়া, ঝিনাইদহ –
আন্তর্জাতিক আদিবাসী দিবস-২৫ উপলক্ষে ঝিনাইদহে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” এই প্রতিপাদ্যে শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় আন্তর্জাতিক আদিবাসী ফোরাম ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে শহরের পায়রা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার ৬টি উপজেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান, ঝিনাইদহ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক শ্রী মিলন কুমার ঘোষ, সদস্য সচিব শ্রী সমির কুমার হালদার, বাংলাদেশ আদিবাসী ফোরাম ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শ্রী অসিত কুমার বিশ্বাস, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক শ্রী তপন কুমার বিশ্বাস, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব শ্রী প্রহল্লাদ সরকার, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বলাই কুমার বিশ্বাস, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সমির কুমার বিশ্বাস, জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী নীল কান্ত কুমার বিশ্বাস, সদর উপজেলা শাখার সভাপতি শ্রী সুশীল কুমার বিশ্বাস,
সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ কুমার রায়,
ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী তপন কুমার বিশ্বাস, ঝিনাইদহ জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী স্বপন কুমার বিশ্বাস, বাংলাদেশ আদিবাসী ফোরাম সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী সঞ্জয় কুমার মালি।
আলোচনা সভায় বক্তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আদিবাসীদের সমাজে আলাদা হিসাবে দেখা হয়। এতে আদিবাসীদের মান ক্ষুন্ন হয়। তাই আদিবাসী জনসাধারণকে সমাজের মূলধারার সঙ্গে এক করার দাবি জানান তারা।
এর আগে পায়রা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় আদিবাসী জনগোষ্ঠীরা তাদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শ্রী অসিত কুমার বিশ্বাস এবং সঞ্চালনা করেন, শ্রী নীল কান্ত কুমার বিশ্বাস।