নিজস্ব প্রতিবেদক-
আমজনতা দলের ঝিনাইদহ শাখার উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের আদর্শপাড়াস্থ শোভা এনজিওর হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপদেষ্টা পরিষদের সভাপতি মো: সায়েদুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মো: মোসলেম উদ্দিন, জেলা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সৈকত আহমেদ, নির্বাহী সদস্য জাহান লিমন, মুসকান মীরা ও এম এ সোহানসহ অনেকে।
সভায় মো: সায়েদুল আলম বলেন, দেশের রাজনীতিতে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে। আমরা চাই দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেই জাতীয় নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, ভারতে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে সেটা বন্ধ করার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমাদের দেশে যে সংখ্যালঘু আছে তাদের পূর্ন নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তিনি সকল চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষকে সচেতন হওয়ারও আহবান জানান।