ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার সাড়ে ৮শ’ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৮৫০ কেজি পেঁয়াজ বীজ ও ৩৪ মেট্রিক টন সার বিতরণ করা হয়। বুধবার সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে এ সার বীজ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী, সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব।

কৃষি অফিস জানিয়েছে, খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। সেই সাথে প্রত্যেক কৃষকের মাঝে ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষের বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top