ঝিনাইদহে ডাকাতি করে পালানোর সময় আটক-২

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে লিটন সরদার ও সজীব নামে দুই ডাকাতকে আটক করেছে বংকিরা পুলিশ ক্যাম্পের আইসি আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টিম।

শুক্রবার রাতে সদর উপজেলার বংকিরা হাওনঘাটা ব্রিজ থেকে ডাকাতি করে পালানোর সময় এদেরকে আটক করা হয়।
সেসময় পালিয়ে গেছে শামিমসহ আরও ৩/৪ জন ডাকাত। এদের বাড়ি পার্শ্ববর্তি জীবনা গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতদের সাথে ওই এলাকার আরো কয়েকজন জড়িত আছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

স্থানীয়রা ধারণা করছেন এলাকার সবগুলো চুরি ডাকাতির সাথে এরাই জড়িত।

ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, আজমল হোসেন নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী আক্কাছ মিয়ার পার্কে চাকরি করেন। তিনি শুক্রবার রাতে ১২ হাজার টাকা নিয়ে ফিরছিলেন। ডাকাতদল ঘটনাস্থল থেকে তার গতিরোধ করে ডাকাতি করে পালানোর চেষ্টা করে।

সেসময় তিনি চিৎকার দিলে পুলিশ ও এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে লিটনকে ধরে ফেলে। পরে সজীব নামে আরেকজনকেও আটক করতে সক্ষম হয় পুলিশ। এঘটনায় বাকিরা পালিয়ে গেলেও আটককৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে জড়িত অন্যান্যদের নাম।

এরা ঐ এলাকার ভুলটিয়ার মাঠে ডাকাতি, স্যালো মেশিন চুরিসহ অসংখ্য অপকর্মের সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top