ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ডাকাতি মামলায় কুরবান আলী (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মহামায়া গ্রামের আজিবর মন্ডলের ছেলে। কুরবান আলীকে গ্রেফতারের মধ্য দিয়ে এ মামলায় ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে সদর থানা পুলিশ মহামায়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন জায়গায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল চক্রটি। আসামি কুরবান আলীর ছোট বউ শেফালী খাতুন তথ্য দিয়ে তাদের সহযোগীতা করতো বলেও অনুসন্ধানে উঠে এসেছে। পুলিশ আরো জানায়, চক্রটির কাছে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী ৫ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করে। এ মামলায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ১জনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।