ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার: ব্যবসায়ী আটক

সবুজ মিয়া, ঝিনাইদহ-

ঝিনাইদাহে ডিবি পুলিশের অভিযানে মো: আব্দুর রাহিম(১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার লক্ষীপুর বন্ড ব্রিক্স ইট ভাটার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার হেফাজতে থাকা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি।

ঝিনাইদহ ডিবি জানায়, কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী মুক্তা পরিবহনে তল্লাশি করা কালীন ঐ ব্যক্তির হেফাজত থেকে এসব উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন মাদক ব্যবসায়ীর সাথে জড়িত বলেও স্বীকারোক্তি দিয়েছেন।

আটককৃত আব্দুর রহিম গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পৌচ কৃষ্ণপুর গ্রামের মোঃ আশরাফের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামে বসবাস করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম) জানান, জেলায় প্রতিনিয়ত মাদকদ্রব্য উদ্ধার অভিযান অব্যাহত আছে। আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করাসহ আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়ার দিক নির্দেশনায় ডিবির ওসি মোঃ আব্দুল হাশেম ও এসআই মারুফ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top