ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশনের গনশুনানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) সকালে দুর্নীতি দমন কমিশনের অয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গনশুনানি অনুষ্ঠিত হয়।

এতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, মহা-পরিচালক মোঃ জাকির হোসেন, খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মনজুর মোর্শেদ, ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ এবং দুপ্রক ঝিনাইদহের সাধারণ সম্পাদক এন এম শাহজালাল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিন ব্যাপী গনশুনানিতে সেবা গ্রহনকারি ব্যক্তিরা সরকারি ও আধা সরকারি অফিসের বিভিন্ন অনিয়ম, ভোগান্তি এবং দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। এসময় অভিযুক্ত অফিসের কর্মকর্তাগন আনিত অভিযোগের জবাব দেন। দুদকের কমিশনার দু’পক্ষের বক্তব্য শুনে নির্দিষ্ট সময়ের মধ্যে আনিত অভিযোগ সমাধান করতে নির্দেশ দেন।

এসময় ১১৩ টি অভিযোগের মধ্যে ২৩টি অভিযোগের শুনানি হয়। এর মধ্যে ২১টি অভিযোগের সমস্যার সমাধান ও ২টি অভিযোগ আমলে নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top