ঝিনাইদহে বাওড় ইজারা পেতে ডিসি অফিসের সামনে হালদার সম্প্রদায়ের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের কোটচাদপুরের সরকারী ৫টি বাওড় মৎস্যজীবিদের অনুকুলে ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৫ মে) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বাওড় পাড়ের হালদার সম্প্রদায়ের মৎস্যজীবিরা।

এতে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বলুহর, জয়দিয়া, মর্জাদ, ফতেপুর ও কাঠগড়া এ ৫টি বাওড় পাড়ের কয়েক’শ হালদার সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেয়। এসময় বলুহর মৎস্যজীবি সমিতির দলপতি নির্মল হালদার, সুধীর হালদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাওড়ে দীর্ঘ ৫৩ বছর মাছ ধরে হালদার সম্প্রদায়ের জেলেরা জীবন জীবিকা নির্বাহ করে আসলেও সম্প্রতি বাওড়গুলো অন্যত্র ইজারা দেওয়া হয়েছে। যে কারণে হালদার সম্প্রদায়ের জেলেরা কর্মহীন হয়ে পরিবারের সদস্যদের নিয়ে মানবতার জীবন যাপন করছেন। সেকারণে বাওড়গুলো তাদের অনুকুলে ইজারা দেওয়ার জন্য জোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে তাদের দাবি সম্বলিত একটি স্মারক লিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top