ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মারামারির জেরে মিথ্যা ও হয়রানি মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের পায়রা চত্বরে ওপেন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন আসামী আব্দুল্লাহ ও তার মা রীনা খাতুন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হৃদয় আলী, সুমন শেখ, হাফিজুর রহমান, রাব্বি হোসেন, আবিদ হোসেন, সাগর মিয়া, মুঞ্জু খাতুন, শান্তা খাতুন, পান্না বেগম, জেসমিন আক্তার, সোহান বিশ্বাস, আকাশ মিয়া, ছুটু আলী, আশা বিশ্বাস, মোহাম্মদ আলী ও দেলোয়ার হোসেনসহ অনেকে।
লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, প্রতি বছরের ন্যায় তাদের বাড়ির পাশের একটি জমিতে সহপাঠিদের নিয়ে ব্যাডমিন্টন খেলা করছিল নিশান। এসময় মমতাজের ছেলে আলিফ ও অভিযুক্তরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের এলো পাথাড়ী মারধর করে সেখানে খেলা করতে নিষেধ করে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১ নভেম্বর প্রতিবেশী মমতাজ বেগমের ছেলে আলিফের সাথে তরিকুল ইসলামের ছেলে নিশানের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সামাজিক ও প্রশাসনিক ভাবে সমাধান করা হলেও এর একমাস পরে মমতাজ বেগম বাদি হয়ে তারিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ ও নিশানের বিরুদ্ধে আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করে মমতাজ । এ মামলায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
তারা আরো বলেন, মমতাজ বেগম গত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে। তাই বিষয়টি তদন্ত করে নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে মহিষাকুন্ডু এলাকার দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।