ঝিনাইদহে ভ্যান ভাড়াকে কেন্দ্র করে পিতা-পুত্রকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক-
ঝিনাইদহে ভ্যান ভাড়ায় যেতে রাজি না হওয়ায় চালক জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তার ছেলে ইজাজুল ইসলামকে (২৫) কুপিয়ে মারাত্মকভাবে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের বাড়ি সদর উপজেলার বাজিতপুর গ্রামে।

এ ঘটনায় উপজেলার ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুলের উপর অভিযোগ তুলে প্রত্যক্ষদর্শীরা প্রতিবেদককে জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে শিমুল গোয়ালপাড়া বাজারে এসে ঐ ভ্যান চালককে কোথাও নিয়ে যেতে চায়। সেসময় ভ্যানচালক জাহাঙ্গীর নামাজ পড়তে যাবে বলে ভাড়ায় যেতে অস্বীকৃতি জানায়। এতে তাদের মধ্যে কিছুটা বাকবিতন্ডার এক পর্যায়ে শিমুল নামের ওই যুবক জাহাঙ্গীর হোসেনকে তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় বাবাকে বাঁচাতে জাহাঙ্গীরের ছেলে ইজাজুল ছুটে এলে তাকেও এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এলে আক্রমণকারী শিমুল নামের ঐ যু্বক পালিয়ে যায় এবং তাদের দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে জখমের শিকার পিতা-পূত্র আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের শরীরে গভীর ক্ষত রয়েছে। প্রচুর রক্তক্ষরণও হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

ঝিনাইদহ সদর থানার ওসি জানায়,  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top