ঝিনাইদহে রেল লাইন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে রেল লাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীরা অংশ নেয়।

মানববন্ধনে অধ্যক্ষ এম এন শাহ জালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা জজ আদালতের পিপি এ্যাড এস এম মশিয়ূর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদ এ্যাড আলাউদ্দীন আজাদ, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সাবেক কমিশনার মাহবুবুর রহমান শেখর, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদ মনিরুজ্জামান খান মিঠু, মাওলানা মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা মমতাজুল করিম, কামরুজ্জামান পিন্টু ও এ্যাড মনিরুল ইসলাম মিল্টনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ঝিনাইদহবাসীর বহু দিনের স্বপ্ন রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনো বাস্তবায়িত হয়নি। এসব প্রতিষ্ঠান হলে শুধু জেলার মানুষ নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে।

বক্তারা বলেন, প্রয়াত বিএনপি নেতা মশিউর রহমান এসব প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অনেক সহযোগী প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। কিন্তু রাজনৈতিক দুরদর্শিতার কারনে তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তাই বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এসব প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করতে হবে। বহুদিনের ঝিনাইদহ বাসীর এসব প্রানের দাবি মেনে না নিলে পরবর্তীতে সবাই ঐক্যবদ্ধ হয়ে আরো কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

আলোচনা শেষে বিগত ফ্যাসিস্ট সরকার পতনে ৫ আগষ্টে যারা আন্দোলন করতে যেয়ে শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top