ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের একটি সেফটিক ট্যাংক থেকে রুবেল হোসেন (৩৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল বাদপুকুরিয়া গ্রামের নুরুজ্জামান ওরফে (পিন্টু) মিয়ার ছেলে। এ ঘটনায় সাগর নামে এক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে।
স্থানীয় সাগান্না ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আম্বিয়া খাতুন লাকী বলেন, গত ১১ জানুয়ারি রাতে বাড়ি থেকে পাশের চায়ের দোকানে চা খেতে যায় রুবেল। তার পর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজির পরও তার কোন খোঁজ মেলেনি। ১২ জানুয়ারী তার পরিবার ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ জিডি করেন। আর শনিবার বিকালে বাদপুকুরিয়া গ্রামের দুলালের বাড়ির সেপটি ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হলে গ্রামবাসি পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌছে লাশটি উদ্ধার করে।
নিহত রুবেলের পিতা নুরুজ্জামান পিন্টু বলেন, হারানো ছেলেকে পেয়েছি মৃত অবস্থায়। শনিবার (১১ জানুয়ারি) বাড়ির সামনে ফারুক হোসেনের চায়ের দোকান থেকে রুবল নিখোঁজ হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। শনিবার তার লাশ একটি সেফটি ট্যাংকির মধ্যে পাওয়া যায়। তিনি আরও বলেন, মৃত মন্টু মিয়ার ছেলে সাগর নামের এক ছেলেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রুবেল নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাগর নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তদন্তের পর এ ঘটনার বিস্তারিত জানানো যাবে।