ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫-২৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদ প্যানেল থেকে মোয়াজ্জেম হোসেন ১৮৯ ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুন্সি কামাল আজাদ পান্নু। অপরদিকে সচেতন নাগরিক ফ্রোম থেকে সহিদুল ইসলাম সহিদ সভাপতি পদে পেয়েছেন ৩৯ ভোট ও এ্যাডভোকেট শফিউল আলম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৫৫ ভোট পেয়ে পরাজিত হয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তারা হলো, জাহিদুল ইসলাম ১৭১ ভোট, মোঃ আক্তারুজ্জামান ১৫৫ ভোট ও মোঃ জাহিদুজ্জামান মনা ১৮৫ ভোট পেয়ে সহ-সভাপতি, মোঃ আব্দুর রাজ্জাক খান ১১১ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ জিয়াউল ইসলাম ফিরোজ ১৬২ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, এডভোকেট শামসুজ্জামান লাকী ১৭৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ১৭৮ ভোট, সাজু আহমেদ দুলাল ১৬০ ভোট, মোঃ মনোয়ার হোসেন ১৮৯ ভোট, মোঃ তোবারক হোসেন ১৯০ ভোট, মোঃ মহিউদ্দিন আহমেদ মকিম ১৭৮ ভোট, হোসেন মোঃ আবু সাঈদ ১৭২ ভোট, মোঃ আজিজুল হক সান্ডি ১৭৪ ভোট, ফারুক আহমেদ পান্না ১৭৬, আনিসুল হক ১৬৮ ভোট, সৈয়দ সাইফুল ইসলাম রাজু ১৫৩ ভোট, মোঃ তাজুল ইসলাম খান ১৬১ ভোট, মোহাম্মদ আলী ৬৫ ভোট এবং মোঃ কামরুল হাসান কামরান ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির এই নির্বাচনের আহ্বায়ক নির্বাচন কমিশন কাজী একরামুল হক আলম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
দীর্ঘ ১৮ বছর পর এবারে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রয়োগ করতে পেরে আনন্দিত ও উল্লাশিত ছিল ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সদস্যরা। ভোটারদের কাছে দেয়া অঙ্গীকার পূরণ করবেন বলে প্রতিশ্রুতি দেন নির্বাচিতরা।