ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর পৌরসভার কালিকাপুর বটতলা বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এম শাহাজান আলী, ঝিনাইদহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামসুজ্জামান লাকি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, পৌর বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর বিএনপির প্রচার সম্পাদক মোহাই মিনুল রিপন।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে ঝিনাইদহ থেকে ধানের শীষের একক প্রার্থী হলো এ্যাড. এম এ মজিদ। আপনারা এদিক ওদিক কান না দিয়ে সামনে নির্বাচনের জন্য প্রস্তুত হোন। মনে রাখবেন আগামী তিন তিনটি নির্বাচন ফ্যাসিস্ট সরকার যেভাবে দিনের ভোট রাতে করেছে এবার কিন্তু তা হবার কোন সুযোগ নেই।
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে চায়। আমরা সুষ্ঠু একটি নির্বাচনের জন্য গত ১৭ বছর ধরে আন্দোলন করেছি, রক্ত ঝরিয়েছি, জেল জুলুমের শিকার হয়েছি। জনগণ বিএনপিকে ভালো বাসে বলেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিন তিনবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে।
জাহিদুজ্জামান মনা আরো বলেন, ২নং ওয়ার্ড মানেই বিএনপির ঘাঁটি। এখানে মুষ্টিমেয় কয়েকজন লোক আওয়ামী লীগে গিয়েছে কিন্তু তাদের দল করার বয়স কিন্তু বেশি না। সর্বোচ্চ হলেও ২০ বছর হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ১৮ বছর ধরে স্বৈরাচারী কায়েম করেছে, যে কারণে মুষ্টিমেয় যে কয়জন আওয়ামী লীগ করেছে তারা কিন্তু আওয়ামী লীগ কি জিনিস তাও জানতে পারেনি। অতএব আমরা ঐ রাজনীতি সমর্থন করি না। আমরা ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মশিউর রহমানের রাজনীতি ধারণ করি। মশিউর রহমান এমপি থাকা অবস্থায় ঝিনাইদহের যে উন্নয়ন করে গেছেন, তারপর আর দৃশ্যমান কোন উন্নয়ন চোখে পড়ে না। মশিউর রহমানের যে স্বপ্ন ও অসমাপ্ত কাজ ছিল আমরা তা বাস্তবায়ন করতে চায়। বিএনপির বর্ষিয়ান এই নেতা আরো বলেন, যারা একাত্তরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা আবার সক্রিয় হয়েছে। এরা এখনো ধর্মের নামে ব্যাবসা করে। তাই আমাদের মা বোনদের সাবধান হতে হবে। এরা যেন পাড়ায় পাড়ায় ঢুকে ধর্মের নামে আপনাদের মগজ ধোলাই করে তাদের পথে না নিয়ে যেতে পারে।
পরিশেষে, আগামী ৬ আগষ্ট ঝিনাইদহ জেলা বিএনপির বিজয় মিছিলে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা এবং সামনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে পাড়ায় পাড়ায় ভোট ভিক্ষা করার আহ্বান জানান এই নেতা।