ঝিনাইদহ জেলা কৃষক দলের আহ্বায়কের প্রতি অনাস্থা! ৯০ জনের পদত্যাগ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর পৌর কৃষকদলের আহব্বায়ক ওসমান গণির প্রতি অনাস্থা প্রকাশ করে জেলা, সদর উপজেলা ও সদর পৌর কৃষকদলের ৯০ নেতা কর্মীরা পদত্যাগ ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সকালে শহরের লা এ্যলিভেন্টটো নামের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক হাফিজুর রশিদ স্বপন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সদর উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষিত হয়েছে। ঘোষিত এই কমিটিতে দীর্ঘদিনের ত্যাগি নেতা কর্মীদের বাদ দিয়ে যারা রাজনীতির সাথে নেই এমন ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে। যেটা দলের জন্য ক্ষতির কারণ। এই কমিটি যিনি অনুমোদন করেছেন তিনি একক সিদ্ধান্তে নিজস্ব আত্মীয়-স্বজন এবং তার ব্যক্তিগত কর্মচারীদের কমিটিতে অন্তর্ভূক্ত করেছেন। অভিযোগে আরও বলেন, কেন্দ্রীয় কৃষকদলের নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক মোঃ ওসমান আলী বিশ্বাস অর্থের বিনিময়ে এ সকল পদ বেচাকেনা করেছে। আমরা এই কমিটির বাতিল চাই এবং ওসমান আলী বিশ্বাসের অব্যাহতি চাই। এছাড়াও তারা বলেন, আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক নেতার এক পদ কিন্তু ওসমান আলী বিশ্বাস একাই ৫টি পদ দখল করে আছেন। তাই অবিলম্বে এই কমিটি ভেঙ্গে নতুন কমিটি না দেয়া হলে, আমরা বিএনপির সাথে থাকবো তবে ওসমান আলীর নেতৃত্বের সাথে থাকবো না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক লাবলুর রহমান (বাবলু), কামাল হোসেন, আব্দুর রউফ, জেলা কৃষকদলের সদস্য আবু জাফর ও পৌর কৃষকদলের যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলামসহ প্রায় অর্ধশত নেতাকর্মীরা। এসময় জেলা কৃষকদলের ২০ জন উপজেলা কৃষকদলের ৪৩ জন এবং পৌর কৃষকদলের ২৭ জন নেতাকর্মী কৃষকদল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ঝিনাইদহ সদর উপজেলা ও সদর পৌর সাখার আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top