ঝিনাইদহ সদর হাসপাতালের ডাঃ দেবাশীষের বিরুদ্ধে রুগীকে সেবা দিতে এসে থাপ্পড় মারার অভিযোগে

নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ-
ঝিনাইদহ সদর হাসপাতালে আবাসিক ডাঃ দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে একজন নারী রোগীকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে চিকিৎসারত অবস্থায় ঝর্ণা (৫০) নামে ঐ রোগী সাংবাদিকদের কাছে এ অভিযোগটি তোলেন। তিনি বলেন, গত সোমবার গায়ে প্রচন্ড জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে ডাক্তারের পরামর্শে টেষ্ট করে দেখা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

গত বুধবার ডাক্তার জাকির হোসেন রাউন্ডে এসে তাকে ব্লাড টেষ্ট করতে দেন। সেসময় তিনি বলে যান, একদিন পরপর এই টেষ্ট করতে হবে। কিন্তু বৃহস্পতিবার ডাক্তার দেবাশীষ বিশ্বাস রাউন্ডে এসে আজ আবার টেষ্ট করতে বলেন। এসময় ঐ রোগী জানান জাকির সাহেব একদিন পরপর টেষ্ট করাতে বলেছেন। এই কথা বলার সাথে সাথে তার মুখে থাপ্পড় মেরে বলেন, আমি যা বলছি তাই করতে হবে, নইলে আরো মারা হবে।

এ অভিযোগের বিষয়টি জানতে ডাক্তার দেবাশীষের চেম্বারে গেলে তাকে পাওয়া যায়না। তিনি কোথায় আছেন হাসপাতাল কর্তৃপক্ষও বলতে পারেনি।
হাসপাতালের সুপারিনটেনডেন্টের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মৌখিক ভাবে এমন একটি অভিযোগ শুনেছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এঘটনা জানাজানি হলে ক্ষোভে ফুঁসছেন ন্যাটিজেনরা। তারা বলেন, হাসপাতালে অসহায় হয়ে একজন রোগী চিকিৎসা নিতে আসেন। সেখানে সেবকের কাছে এমন আচরণ তা কখনোই কাম্য নয়।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top