ঝিনাইদহ সাইবার সেলের অভিযানে ৮৪টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার 

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ডিবির সাইবার সেলের অভিযানে হারিয়ে যাওয়া ও চুরি-ছিনতাই হওয়া ৮৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এছাড়াও প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৬৪ হাজার টাকাও উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে তা ফেরত দেয় জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। রোববার (১৬ মার্চ) সকালে ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া উপস্থিত থেকে এসব জিনিস বুঝিয়ে দেন। সাইবার সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ ও জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয় এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সহায়তায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করা হয়েছে। ঐ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাইবার অপরাধ দমনে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি ইনভেস্টিগেশন সেল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

 

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top