পদ্মা সেতুর প্রতিকৃতিতে তৈরি ডেমোটির বেহাল দশা

ঝিনাইদহ থেকে-

চলতি বছরের জুনের দিকে স্বপ্নের পদ্মা সেতুর আদলে ঝিনাইদহে তৈরি করা হয়েছিল প্রতিকি ডেমো পদ্মা সেতু। পদ্মা সেতুর উদ্বোধনী দিনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর উদ্যোগে এ সেতুটি তৈরি করা হয়। এটি নির্মাণে সহযোগিতা করেছিলেন চারু ইভেন্ট অ্যান্ড কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাগর হোসেন সোহাগ। অবিকল পদ্মা সেতুর আদলে নির্মিত এই সেতুটি নজর কেড়েছিলো ঝিনাইদবাসীর। উৎসুক জনতা শহরে এসে ছবি তোলাসহ সেলফিও তুলেছে অনেকে। নিজের শহরে অবিকল পদ্মা সেতু দেখতে পেয়ে খুশি হয়েছিলেন নিম্ন আয়ের মানুষেরাও। গত কয়েক মাস ডেমোটি তৈরির কাজ শেষ হওয়ার পর থেকে কেউ আর পিছু ফিরে তাকাইনি এদিকে। অনেকের মন্তব্য ডেমোটি শহরের প্রান কেন্দ্রে গড়ে ওঠায় দেশের বিভিন্ন যায়গা থেকে আসা পথচারিদের নজরে আসছে। বর্তমানে ডেমোটি অযত্নে পড়ে থাকায় বহিরাগতদের চোখে সংশ্লিষ্টদের ভাব মুর্তি নষ্ট হচ্ছে। বৃষ্টিতে ভিজে এবং ঝড়ের কবলে পড়ে ডেমোটি বর্তমানে শহরের মেইন ফলকে জরাজীর্ণ অবস্থায় দন্ডাইমান রয়েছে। ডেমোটি তৈরির সুবিধার্থে ভেতরের দিকে বাঁশ এবং বিভিন্ন কাঠ খড়ি ব্যবহার করা হয়েছে, যা বাহির থেকে দেখতে না পাওয়া এবং সৈন্দর্য ঠিক রাখতে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। বর্তমানে সেই কালো কাপড় বৃষ্টিতে পচে ছিঁড়ে ছিঁড়ে ঝুলে পড়েছে। পারটেক্স গূলোতেও ধরেছে পচন। মাঝে মাঝে জয়েন্ট ফেটে আলাদা হয়ে গেছে। পূর্ব সাইটের একটি কর্নার ভেঙে পড়েছে। সাদা রঙ হয়ে গেছে বিস্রী। সব মিলে এই পদ্মা সেতুর প্রতিকৃতিতে তৈরি করা ব্রিজটি শহরের সৈন্দর্য নষ্ট করা সহ ব্রিজটিকে দিনের পর দিন অবমাননাও করা হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন। ব্রিজটি যদি কোন নির্দিষ্ট কালের জন্য করা হয় বা স্থায়ী ভাবে রাখার পরিকল্পনা থাকে, তরে সংশ্লিষ্টদের দ্রুত সংস্কার করার দাবিও জানান তারা।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top