ফেসবুকে ভাইরাল হওয়ার মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই হরিনাকুন্ডুর সেই হাসান মেহেদী ঢাকা থেকে গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কুরুচিপূর্ণ কমেন্ট করায় হাসান মেহেদী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) হাসান মেহেদী নামে ঐ যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হলে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাকে আটক করে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের পুলিশ সুপার আশিকুর রহমান পিপিএম বিপিএম বার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রতিদিনের ন্যায় সাইবার পেট্রোলিং করা কালে দেখতে পান যে, একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে যে, “চাচাতো ভাই-বোনে বিবাহ হলে সম্পর্কে অসংঙ্গতি- চাচা হবে শশুর, বাবা হবে চাচা শশুর, ভাই বোনেরা হবে শালা শালী, নিজের ভাই-বোনেরাও তাই। এভাবে মামাতো, ফুফাতো, খালাতো ভাই বোনে বিয়ে হলেও সম্পর্ক একই রকম! হিসাব মেলে কই? রক্তে রক্তে প্রজনন হলে সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা ৯৫%”। পোস্টটিতে মেহেদী হাসান তার ব্যবহারিত Hasan Mehedi ফেসবুক আইডি থেকে মুহাম্মদ (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ, কটুক্তি ও উস্কানিমূলক কমেন্ট করে। হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্ম বিদ্বেষী কমেন্ট করায় তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যার ফলে ইসলাম ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে ঝিনাইদহের হরিনাকুন্ডু থানা এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি দৃষ্টিগোচর হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও আইনি ব্যবস্থা নিতে তাৎক্ষণিক সাইবার ক্রাইম ইনভেস্টিকেশন সেল ঝিনাইদহের টিমটি অভিযুক্ত কমেন্টকারী মেহেদী হাসানের ফেসবুক আইডির নাম ঠিকানা সংগ্রহ করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের মাধ্যমে জানতে পারে যে, বর্তমানে সে ঢাকার একটি বেসরকারি কোম্পানীতে চাকরিরত। মাত্র ১৮ ঘন্টার মধ্যে অবস্থান সনাক্ত পূর্বক তাকে কাউন্টার টেরোরিজম ইউনিট ডিএমপির মাধ্যমে ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আলোচিত মেহেদী হাসান ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার নারায়নকান্দির (কারিগরপাড়া) মৃত ইউসুফ মন্ডলের ছেলে। এ বিষয়ে হরিনাকুন্ডু থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলেও পুলিশ সুপার আশিকুর রহমান জানান।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top