বিল নিয়ে বিপত্তি, শৈলকুপায় প্রশাসক ও সচিবকে দেখে নেওয়ার হুমকি!

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার শরিফ উদ্দীন ও ইউপি সচিব আশরাফুল আলমকে দেখে নেওয়ার হুমকী দিয়েছেন বরখাস্তকৃত এক চেয়ারম্যান।

রোববার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদে দলবলসহ প্রবেশ করে তিনি এই হুমকী দেন বলে জানা গেছে। বরখাস্তকৃত ওই চেয়ারম্যানের নাম সালাহউদ্দীন জোয়ারদার মামুন। তিনি কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

ইউনিয়ন পরিষদের সচিব আশরাফুল আলম খবর নিশ্চিত করে জানান, বরখাস্তকৃত চেয়ারম্যান সালাহউদ্দীন জোয়ারদার মামুনের নাকি দুইটি ঠিকাদারী বিল পাওয়ানা আছে। সেই বিলের জন্য তিনি রোববার অফিসে এসে হুমকী দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

সচিব আশরাফুল আলম আরো জানান, এই বিল সম্পর্কে তিনি মোটেও জানেন না। তিনি নতুন যোগদান করেছেন। কিন্তু বরখাস্তকৃত ওই চেয়ারম্যান অফিসে প্রবেশ করে তাকে এবং প্রশাসক স্যারকে হুমকী দেন।

এ বিষয়ে কাঁচেরকোল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার শরিফ উদ্দীন প্রতিবেদককে জানান, মামুন চেয়ারম্যান নাকি ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তার কাজ কোটেশনের মাধ্যমে করেছিলেন। সেই বিলের জন্য তিনি অফিসে এসে হুমকী-ধমকী দেন।

প্রশাসক আরো জানান, এই কাজ বাস্তবায়ন কমিটিতে শহিদুল ইসলাম ও সাহেব আলী নামে দুই ইউপি সদস্য আছেন। কিন্তু তারা বিলে সাক্ষর প্রদান না করায় ঠিকাদারী কাজের বিল প্রদান সম্ভব হচ্ছে না।

এদিকে বিএনপির একটি সুত্র জানায়, সালাহউদ্দীন জোয়ারদার মামুন আ’লীগের শাসন আমলে বিএনপির ধানের শীষের প্রার্থী এ্যাড আসাদুজ্জামানের (বর্তমান এ্যাটর্নি জেনারেল) উপর হামলা করেছিলেন এবং তার পিঠে পিস্তল ধরেছিলেন। যে কারণে এই বিল নিয়ে বিপত্তি দেখা দিতে পারে।

বিষয়টি নিয়ে সালাহউদ্দীন জোয়ারদার মামুন জানান, তিনি কাউকে হুমকী বা গালিগালাজ করেননি। স্বাভাবিক ভাবে তার পাওনা টাকার বিষয়ে খোঁজখবর নিতে তিনি ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top