মিথ্যা সংবাদ প্রকাশের দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপি সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের দাবি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির জেলা শাখা।

এতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, মুকুল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, গত ১০ অক্টোবর দৈনিক “আমার দেশ” পত্রিকায় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের সাথে জড়িয়ে জেলা বিএনপির সভাপতির নামে সংবাদ প্রকাশ করা হয়, যা সত্য নয়। সামনে নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপির সভাপতিকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই সংবাদ প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ বলেন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের সাথে তার কোনদিন ব্যবসায়িক লেনদেন ছিলো না। উপরুন্তু আসাদুজ্জামানের এক আত্বীয়ের কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে হেনস্থা করা হয়েছিল। সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top