শৈলকুপায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-১০

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার ১০ নম্বর বগুড়া ইউনিয়নের দলিলপুর-শিতালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বগুড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

গত রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে শীতালী বাজারে শিমুলের সমর্থক ইউপি সদস্য নায়েবের কর্মীরা নজরুল ইসলামের সমর্থক লাল্টু বিশ্বাসের গ্রুপের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় নায়েবের সমর্থকদের ধাওয়া দেয় লাল্টু সমর্থকরা।

এরই জেরে মঙ্গলবার সকাল ৭টার দিকে শিতালী বাজারে রশিদ খাঁ নামে একজনকে কুপিয়ে আহত করে নায়েবের সমর্থকরা। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বকুল শেখ, রশিদ খাঁ, মিনিস্টার আলী, আকুল বিশ্বাস, শিমুল হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়।

এ ঘটনায় শৈলকুপা থানা পুলিশ জানিয়েছেন, দলিলপুর-শিতালী গ্রামে সংঘর্ষের সঙ্গে জড়িত সবাই স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থক। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশের ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top