ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেদ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তÍত ৫০ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার রয়েড়া গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সাথে একই এলাকার মাকাদ্দুস হাসানের সমর্থকদর বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেদ্র করে মুসার সমর্থক আকমলের সাথে মাকাদ্দুসের সমর্থক সুজনের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এ সময় রেজাউল ইসলাম, শরিফুল ইসলাম, গোলজার হাসান, আজিজুল ইসলাম, সাদ্দাম হোসেন, আবু কালাম, পিকুল মন্ডল, পরশ মোল্যা, সাইদুল ইসলাম, আব্বাস আলী, সাইদুর রহমান, হেলাল উদ্দিন, নাসিমা খাতুন, অমিত হাসান, আলামিন হাসান, মহিদুল ইসলাম, আজিজুল, কামরুল হাসান, ওয়াজেদ আলী, হাসান মোল্যা, জায়েদ হাসান, আব্দুল মান্নান, নুরুল ইসলাম, মহিদুল মোল্যা, মাজিদুল মোল্যাসহ ৫০ ব্যক্তি আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদর উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলন, শৈলকুপার রয়েড়া গ্রামে পাওনা টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক ব্যক্তি আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। রয়েড়া এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।