শৈলকুপায় চিকিৎসকের অবহেলায় সাঁপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় চিকিৎসকের অবহেলায় এক কলেজছাত্রের মৃত্যুর অভিযোগে বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচীর আয়োজন করে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

কর্মসূচী থেকে অভিযোগ করা হয়, গত রোববার রাতে উপজেলার আউশিয়া গ্রামের কলেজ ছাত্র মেহেদী হাসান হৃদয়কে সাপে ছোবল দিলে হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক অবহেলা করে দেরিতে এন্টিভেনম পুশ করে। পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে কুষ্টিয়ায় রেফার্ড করা হলে পথেই তার মৃত্যু হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী মেহেদী হাসান হৃদয় এর চিকিৎসায় অবহেলার কারনে তার মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতিতে ছেয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের দাবী জানান তারা। পরে বিক্ষুব্ধ জনতা ও আন্দোলনকারীদের উদ্দেশ্যে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন বক্তব্য প্রদান করেন।

তিনি তার বক্তব্যে বলেন, কি কারনে সাঁপে কাটা রোগীর মৃত্যু হয়েছে তা তদন্তের মাধ্যমে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে হাসপাতালের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিতে তিনি সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন।

ডা: রাশেদ আল মামুনের বক্তব্যে আশ্বস্ত হয়ে আন্দোলনকারীরা সাময়িক সময়ের জন্য আন্দোলন স্থগিত রাখেন। দাবী আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে হাসপাতাল ত্যাগ করেন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top