ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় সুফি বিশ্বাস (৩২) নামে একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ইদু নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে। নিহত সুফি বিশ্বাস উপজেলার বন্দেখালি গ্রামের নবাব বিশ্বাসের ছেলে। শুক্রবার সকালে ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালি গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক ইদু একই গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ঘাতক ইদু তার হাতে থাকা গাছ কাটা দা দিয়ে সুফি বিশ্বাসকে এলোপাথাড়ি কুপাতে থাকে এসময় স্থানীয় আফসার মৃধার ছেলে শামছুল মৃধাসহ অন্যান্যরা ঠেকাতে গেলে শামছুল মৃধাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় আহতদের ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে সুফি বিশ্বাস মারা যায়। সামছুল মৃধার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় বন্দেখালি গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘাতক ইদুকে আটক করা হয়েছে বলে জানা গেছে।