শৈলকুপায় ফসলের সাথে শত্রুতা! কৃষকের দুই বিঘা তিলের চারা পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা

প্রতিবেদক চঞ্চল মাহমুদ, শৈলকুপা (ঝিনাইদহ)

ঝিনাইদহের শৈলকুপায় মিল্টন নামে এক কৃষকের দুই বিঘা জমিতে দেওয়া তিলের চারা ওষুধ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার ১ নং ত্রিবেণী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। এতে ঐ কৃষকের দেড় লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানান ভুক্তভোগী ইমন আহমেদ মিল্টন হোসেন।

স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে কৃষক মিল্টনের বারবার জমির ফসল নষ্ট করে আসছে তার প্রতিপক্ষরা।

কৃষক ইমন আহমেদ মিল্টন জানান, বৃহস্পতিবার বিকেলে আমার দুই বিঘা জমির তিলের চারা বিষাক্ত ঘাস মারা ঔষধ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত আব্দুল লতিফ মন্ডলের ছেলে আসাফুজ্জামান, লুৎফর রহমান, মনোয়ার হোসেন, সেকেন্দার আলী ও মোয়াজ্জেম, মনোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন, জাফর ও ইকবাল হোসেন এবং আশরাফুজ্জামানের ছেলে মুদাব্বির হোসেনের সাথে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরা এলাকার সন্ত্রাসী প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরে আমার ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সামাজিক মাতব্বর রুহুল আমিন জানান, বিষয়টি দুঃখজনক। এতগুলো চারা একসঙ্গে জ্বালিয়ে দেয়া চরম অন্যায় হয়েছে। প্রশাসনের উচিত প্রকৃত দোষীদের বের করে শাস্তির আওতায় আনা।

স্থানীয় বাসিন্দা মোঃ টুটুল হোসেন জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

শৈলকুপা থানার এস আই তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়েছি।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তদন্তে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top