শৈলকুপায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় বালতির পানিতে ডুবে সাদিয়া খাতুন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কীর্তিনগর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

সাদিয়া ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোহাগ আলী আকন্দের মেয়ে।

সাদিয়া খাতুনের নানা জমির উদ্দিন জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল সাদিয়া। এসময় সকলের অগোচরে সে টিউবওয়েলে রাখা ভরা বালতিতে পরে যায়। কিছুসময় পর সাদিয়ার মা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বালতির মধ্যে ডুবে থাকতে দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top