ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় মদ্যপানে নন্দিনী রানি সরকার (২০) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত নন্দিনী রানি সরকার মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে ও ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, দুর্গাপূজা উৎযাপনে শৈলকুপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে নানা বাড়ি বেড়াতে এসেছিল নন্দিনী রানি সরকার। বিসর্জনের দিন সকালে বন্ধুদের সাথে দেবীর বিদায় দেখতে নদীতে নৌকাভ্রমণে যাবে বলে নানা বাড়ি থেকে বের হয়েছিল।
স্থানীয়দের ভাষ্য, বিসর্জনের উচ্ছ্বাসে নন্দিনীসহ কয়েকজন তরুণ-তরুণী মদ্যপান করে। পরে উৎসব শেষে রাত গড়াতেই তার শরীর খারাপ হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে।
সেসময় দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে আইসিইউতে থাকা অবস্থায় শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ওসি মাসুম খান প্রতিবেদককে জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
