শৈলকুপার বাখরবাই প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় জানিক হোসেন (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের ইবাদত হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাতে প্রতিপক্ষরা উপর্যুপরি কুপিয়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। নিহত জানিক গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইসার টিপুর সমর্থক ও হত্যা মামলার আসামি ছিলেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত জানিক হোসেন কিছুদিন আগে হত্যা মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরে আসেন। পূর্বের রাগ ক্ষোভ ও বর্তমান উপজেলা উপনির্বাচন কেন্দ্রীক প্রতিপক্ষের হাতে এ হত্যা কান্ড সংগঠিত হতে পারে বলে মনে করেন তারা। বর্তমান ঐ এলাকার সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও সামাজিক দলাদলির জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top