সবুজ মিয়া, ঝিনাইদহ-
প্রায় দুই বছর আগে বন্ধুদের সাথে বাইকে ঘুরতে যেয়ে মর্মান্তিক এক দুর্ঘটনার শিকার হয় সুরুজ (৩১)। এতে বাম পায়ের হাঁটুর জয়েন্টসহ তিনটি জায়গা ভেঙ্গে যায় সুরুজের, ক্ষতবিক্ষত হয় মুখ সহ শরীরের বিভিন্ন অংশে। খবর পেয়ে ছুটে যায় সুরুজের রিকশা চালক বাবা ও পরের বাড়িতে কাজ করা জননী মা।
এর আগে সুরুজের সাথে থাকা অন্য বন্ধু ও স্থানীয়রা তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করেন। প্রায় মৃত্যু পথযাত্রী সুরুজের চিকিৎসায় এগিয়ে আসে সুরুজের বন্ধুরা। বিভিন্ন দানশীল ব্যক্তিদের কাছ থেকে টাকা উঠিয়ে করানো হয় চিকিৎসা। তাতে উন্নত চিকিৎসা না পেলেও কোন মতে বেঁচে যায় প্রান। সেসময় বাম পায়ের মধ্যে একটি রড পরানো হয় সুরুজের। বছর দেড়েক পরে পূণরায় অপারেশন করে সেই রড বের করার কথা থাকলেও রিকশা চালক বাবা টাকার অভাবে অক্ষমতা প্রকাশ করছেন।
জানা গেছে, গত ২৩ সালের ১৮ জুলাই বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে ছিলেন ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় বসবাসকারী মোঃ সালাম মিয়ার বড় ছেলে সুরুজ। রাত আনুমানিক ৯টার দিকে হামদহ তেল পাম্পের কাছে পৌঁছালে, প্রথমে মাইক্রোবাস, পরে যশোরগামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রাস্তার ধারে কাদার মধ্যে ছিটকে পড়ে। এতে বাইকে থাকা ৩জনই মারাত্মক আহত হলেও সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুরুজ।
সুরুজের স্ত্রীসহ ছোট ছোট ২টি মেয়ে সন্তান রয়েছে । একটি সিট বিতানে কাজ করে স্ত্রী ও বাচ্চাদের খরচ চালিয়ে রিকশা চালক বাবার সংসারে অর্থনৈতিক সহযোগিতা করতেন। প্রায় দুই বছর পঙ্গু হয়ে পড়ে থাকায় সংসারের সমস্ত চাপ বাবার কাঁধে পড়েছে। সুরুজের স্ত্রী জানান, তার স্বামী ঠিকমত উঠতে এবং হাঁটতে পারছেনা। পায়ের রড বের করতে অনেক টাকার প্রয়োজন। ডাক্তার বলেছে ১৮ মাসের মধ্যে অপারেশন করে রড বের করতে হবে। কিন্তু প্রায় দুই বছর হতে চললো অপারেশন করাতে পারছি না। দুটি বাচ্চা নিয়ে চরম অসহায় হয়ে জীবন যাপন করতে হচ্ছে আমাদের। অভাবের সংসারে বাচ্চাদের ঠিকমতো খাওয়াতে বা পরাতে পারছিনা। তিনি সমাজের বৃত্তশীলদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি একটু সাহায্য করতেন, তবে সুরুজের পায়ের অপারেশন করে একটু হলেও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারতাম।
ঝিনাইদহ সদর হাসপাতালের ট্রমা, অর্থপেডিক ও স্পাইন বিশেষজ্ঞ ডাঃ মনিরুল ইসলাম জানিয়েছেন সুরুজের এই অপারেশন সাকসেসফুল করতে সবমিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হতে পারে।
বি:দ্র- সুরুজের বিকাশ ও নগদ একাউন্ট নিম্নে দেওয়া হলো।
বিকাশ – ০১৩০৫৪২৮০৪৯
নগদ- ০১৯১৮৩৮০৬১৭