হরিণাকুণ্ডুতে নতুন বছরে বই উৎসব-২০২৩ উদ্বোধন

হরিণাকুণ্ডু(ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নতুন বছরের প্রথম দিন রবিবার সকালে হরিণাকুণ্ডু মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্যদিয়ে বই উৎসব-২০২৩ এর উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন,উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান,সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুবীর কুমার ঘোষ,মাহামুদ হাসান,সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,পৌর কাউন্সিলর বাবুল আক্তার,আবু আসাদ রুনুসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময় ৩৮০ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।এছাড়াও পর্যায়ক্রমে প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫০ শিক্ষার্থীর হাতে নতুন বই হস্তান্তর কালীণ সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃআব্দুল বারী, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সরকারী বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৩৩৭ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়ার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, প্রধান শিক্ষিকা নাজমা সানাওয়াত সহ সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শিশুকলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীর হাতে নতুন বছরের নতুন বই তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী,সহকারী প্রধান শিক্ষক মানোয়ার হোসেন সহ সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

বই বিতরণ সম্পর্কে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান জানান উপজেলার ১৩৫ প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ২২ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল বারী জানান উপজেলা ১২টি মাদ্রাসা ও ৩৯টি মাধ্যমিক বিদ্যালয় মোট ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৩ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বছরের প্রথমদিনে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top