হরিণাকুণ্ডু (ঝিনাইদহ)থেকে রাব্বুল হুসাইন
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাংলাদেশ স্কাউটস্ এর ৪র্থ উপজেলা কাপ ক্যাম্পুরী-২৩ এর সমাপনী দিনে মহা তাবু জলসায় স্কাউটস সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সমাপনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্যাম্প চীফ উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, ডেপুটি ক্যাম্প চিফ উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, প্রোগ্রাম চিফ এএলটি আবু তাহের, ডেপুটি প্রোগ্রাম চিফ উপজেলা কমিশনার মতিয়ার রহমান, সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু, শহিদুল ইসলাম, সহকারী কমিশনার আব্দুস ছামাদ আজাদ দিপু, নাজিম উদ্দীন, কোষাধোক্য আসাদুজ্জামান আলমসহ আরও অনেক স্কাউট সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনদিন ব্যাপি সাড়া জাগানো জাঁকজমকপূর্ণ ক্লাব ক্যাম্পুরী শেষে মহা তাবু জলসা শুরু করা হয়। এতে স্কাউট সমাবেশ ও অন্যান্ন কর্মকান্ড উপস্থাপন শেষ হলে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন কর্মকর্তারা। পরে ক্লাব ক্যাম্পূরীতে অংশ নেওয়া স্কাউট সদস্যদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন, ক্যাম্প চিফ উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।